You dont have javascript enabled! Please enable it! 1971.11.16 | কাওসার নিয়াজী - সংগ্রামের নোটবুক

১৬ নভেম্বর ১৯৭১ঃ কাওসার নিয়াজী

পিপিপি নেতা কাওসার নিয়াজী লাহোরে দলীয় কর্মীসভায় বলেন নেতিবাচক নীতির ভিত্তিতে গঠিত কোন রাজনৈতিক জোটই যুগের পরীক্ষায় টিকে থাকতে পারে না। যেহেতু ৭ দলীয় জোট কোন সঠিক কর্মসূচীর ভিত্তিতে গড়ে উঠেনি সেহেতু এই জোট শীঘ্রই ভেঙ্গে যাবে। তিনি বলেন পিপিপি জনগণের সহযোগিতায় এই জোটের মোকাবেলা করবে।