১৪ নভেম্বর ১৯৭১ঃ সালদা নদী বিওপি দখল
১৩ তারিখের আটক কৃত অস্র ও রসদ উত্তরে মন্দভাগে সরিয়ে নেয়ার পর দুপুরে পাক বাহিনী মুক্তিবাহিনীর উপর হামলা করে। এই হামলা প্রতিহত করতে গিয়ে নায়েব সুবেদার বেলায়েত পাক বাহিনীর গুলিতে নিহত হন। এই যুদ্ধে সেকেন্ড লেফটেন্যান্ট জামিল সাহসিকতার পরিচয় দেন। সালদা নদী মুক্ত হওয়ার পর ভারতীয় এবং মুক্তিবাহিনীর শীর্ষ কম্যান্ডার গন মুক্ত এলাকা পরিদর্শন করেন এবং এই যুদ্ধের বীর সুবেদার ওহাব বীরবিক্রম, সেকেন্ড লেফটেন্যান্ট জামিল আহসান, নায়েব সুবেদার মঙ্গল মিয়া,নায়েব সুবেদার হোসেন, নায়েব সুবেদার বেলায়েত বীর প্রতীক খেতাব লাভ করেন।