১৫ নভেম্বর ১৯৭১ঃ মাইন বিস্ফোরণে দুই জার্মান কূটনীতিক নিহত
দুই জার্মান কূটনীতিক এক বেক্তিগত সফরে সোনারগাঁও যাওয়ার পথে স্বাধীনতাকামীদের পেতে রাখা মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন। এদের একজন হলেন ঢাকা কনস্যুলেট এর কমার্শিয়াল এটাচে রলফ ফেইলেনড (৫৮) এবং অফিসার এরিক উজাক (২০)।কমার্শিয়াল এটাচে রলফ ফেইলেনড ৮ মাস আগে এখানে যোগদান করেন। তার পরিবার জার্মানিতে থাকেন। উজাক ৩ মাস পূর্বে এখানে যোগদান করেছিলেন। তাদের লাশ জার্মানিতে পাঠানোর উদ্দেশে করাচী নেয়া হয়েছে।