১৫ নভেম্বর, ১৯৭১ঃ চারজন সিএসপি ও একজন ইপিএস অফিসারের মৃত্যৃ
পাকিস্তান সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়, গত ২৫ মার্চের পর থেকে এ পর্যন্ত প্রদেশের বিভিন্ন স্থানে নিয়োজিত চারজন সিএসপি ও একজন ইপিএস অফিসারের মৃত্যৃ হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়ার এসডিও নাসিম ওয়াকার বাট ৩১ মার্চ, চুয়াডাঙ্গার এসডিও মোহাম্মদ ইকবাল ১৫ এপ্রিল, নঁওগার এসডিও মোহাম্মদ নিবারুল হামিদ ১৬ এপ্রিল, সিরাজগঞ্জের এসডিও এ.কে শামসুদ্দিন ২০মে এবং যশোরের সাব-জজ মোজাফফর হোসেন (ইপিসিএস) ৩ সেপ্টেম্বর নিহত হন।
নোটঃ কুমিল্লার ডিসি,এসপি সহ আর ৮-৯ জনের হত্যাকাণ্ড এই তালিকায় প্রকাশ পায় নাই। এই তালিকার প্রথম ৩জন পশ্চিম পাকিস্তানী।