You dont have javascript enabled! Please enable it!

১৫ নভেম্বর ১৯৭১ঃ দুই ডাক্তারের লাশ উদ্ধার

রমনা থানা পুলিশ নটরডেম কলেজের দক্ষিনে কালভারট সংলগ্ন নালা থেকে পিছনে হাত ও মুখ বাধা অবস্থায় দুইটি মৃতদেহ উদ্ধার করে। তাদের শরীরে একাধিক জখমের চিহ্ন ছিল। পুলিশ মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যালে পাঠালে সেখানে ডাক্তারবৃন্দ লাশ দুটির পরিচয় পায়। তাদের একজন এই হাসপাতালের বহির্বিভাগের ডাক্তার আজহারুল হক (৩২) অপরজন এই মেডিক্যাল থেকে সদ্য পাশ করা ডাক্তার হুমাউন কবির। তারা উভয়ে ফ্রি স্কুল স্ট্রীটে একই ভবনে পাশাপাশি বাসায় বসবাস করতেন। সকালে ডাক্তার আজহারুলকে আনার জন্য হাসপাতাল থেকে এম্বুলেন্স (আনা নেয়ার কাজে) পাঠানো হলে তিনি এম্বুলেন্সএ আসেন নাই। এর পর হতে তাদের আর খোজ পাওয়া যাচ্ছিল না।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!