১৪ নভেম্বর, ১৯৭১: রাও ফরমান আলী
খুলনায় খালিশপুর হাউজিং এস্টেট মাঠে পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের এক শ্রমিক সমাবেশে মেজর জেনারেল রাও ফারমান আলী সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশে শিল্পোন্নয়নের গতি বাড়ানোর আহ্বান জানান। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের সেনাবাহিনী ভারতের আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত। বাইরের কোন শক্তি পাকিস্তানের সংহতি ও অখন্ডতা বিনষ্ট করতে সক্ষম হবে না।’ ভারতের তথাকথিত বাংলাদেশ সম্পর্কিত প্রচারনার উল্লেখ করে রাও ফরমান আলি বলেন পশ্চিমবঙ্গকে স্বাধীন করে দিন। তারা যেন পূর্ব পাকিস্তানের ক্ষতি না করেন।