১৪ নভেম্বর ১৯৭১ঃ কুষ্টিয়া যুদ্ধ পরিস্থিতি
বিনাবাধায় পূর্ব পাকিস্তানের ৩ কিমি ভিতরে অবস্থান নেয়া ভারতীয় বাহিনীর ১ নাগা রেজিমেন্ট এর আটক ৬ সৈন্যকে দেশী বিদেশী সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নায়েক তারা দত্ত জোশী। তিনি স্বীকার করেন কুষ্টিয়ার শিকারপুরের বিপরীতে ৪ ডিভিশনের ৭ ব্রিগেডের ৩টি ব্যাটেলিয়ন মোতায়েন আছে যার একটি ১ নাগা রেজিমেন্ট। ধৃতরা ১ নাগা রেজিমেন্ট এর সৈনিক। তাদেরকে এই এলাকা মুক্ত বলে সেখানে আনা হয়েছিল। তারা সেখানে আসার পর প্রতিরক্ষা ট্রেঞ্চ তৈরি করছিল। নায়েক তারা উত্তর প্রদেশের বাসিন্দা এবং তিনি ভাল উর্দু বলতে পারেন। তিনি উর্দু এবং ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে প্রশ্নের জবাব দেন।