১৩ নভেম্বর ১৯৭১ঃ সালদা নদী বিওপি দখল
৪ ইবি এর সি কোম্পানির (সাব সেক্টর কম্যান্ডার মেজর সালেক) সবকয়টি প্লাটুন কয়েক ঘণ্টার যুদ্ধে সালদা নদী বিওপি দখল করে। ৭,৮,৯ নং প্লাটুন মুল আক্রমন করে। সুবেদার ওহাব, নায়েব সুবেদার হোসেন, নায়েব সুবেদার মঙ্গল মিয়ার সাহসিকতাপূর্ণ আক্রমনে এই সাফল্য আসে। ক্যাপ্টেন আজিজ পাশা মুজিব ব্যাটারির সাহায্যে আর্টিলারি সাপোর্ট দেন। সেঃ লেঃ জামিল এই যুদ্ধে বীরত্ব প্রদর্শন করেন। এরও আগে বেশ কয়েকটি যুদ্ধে সালদা নদী কয়েকবার হাত বদল হয়। এই আক্রমনে প্রচুর অস্রসশ্র আটক হয়। বেশ কয়েকজন পাক সৈন্য নিহত হয়।