১৩ নভেম্বর ১৯৭১ঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রজারস বলেন
ওয়াশিংটনে জাতীয় পেশাদার সাংবাদিকদের আয়োজিত ভোজসভায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রজারস বলেন দুই দেশ সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তার দেশ যুদ্ধ পরিহার কল্পে সম্ভাব্য সকল কিছু করছে। তিনি দুই দেশকেই সংযম সাধনের পরামর্শ দেন। তবে যুদ্ধ যদি লেগেই যায় আমরা কোন পক্ষ অবলম্বন করব না। তবে এটা সত্য যুদ্ধ আসন্ন। রুশ ভারত সামরিক চুক্তি সম্পর্কে বলেন এ বিষয়ে নিক্সন ইন্দিরা কথা হয়েছে। ইন্দিরা বলেছেন রুশ ভারত চুক্তি ভারতের জোট নিরপেক্ষতার নিতিতে কোন পরিবর্তন আনবে না। তিনি বলেন ইন্দিরার এই আশ্বাসে আমাদের সন্দেহ করার কিছু নাই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন পাকিস্তানে খুচরা যন্ত্রাংশের চালান বন্ধ করা নিয়ে তার দেশের সাথে পাকিস্তানের সম্পরকের অবনতি হবে না।