১৩ নভেম্বর ১৯৭১ঃ দেশে ফিরে ইন্দিরা
ইউরোপের কয়েকটি দেশ এবং যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে পালাম বিমান বন্দরে ইন্দিরা গান্ধী বলেন বিনা যুদ্ধে বাংলাদেশের সমস্যা সমাধান করা যায় কিনা তা তিনি গভীরভাবে চিন্তা করছেন তবে পরিস্থিতি কোন দিকে যায় বলা যাচ্ছে না। তিনি বলেন ইউরোপ, আমেরিকা সফর সফল হয়েছে। নিক্সনের সাথে আলোচনা ব্যার্থ হয়নি। তিনি বলেন বাংলাদেশ সম্পর্কে ফয়সালা করার একমাত্র ব্যাক্তি হলেন শেখ মুজিব। শরণার্থীরা হিন্দু হোক আর মুসলমানই হোক শরণার্থীদের কোন স্থায়ী পুনর্বাসন করা হবে না তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। তার ফিরে আসার ২৪ ঘণ্টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিটিং রয়েছে। লন্ডনের দুয়েকটি পত্রিকার মতে ইন্দিরা গান্ধী এ সপ্তাহে গুরুত্বপূর্ণ সিদ্ধান নিতে যাচ্ছেন।