You dont have javascript enabled! Please enable it! 1971.11.13 | ভুট্টো এবং কাইউম খানের ষড়যন্ত্রে গনতন্ত্র বিপন্ন হচ্ছে- মাস্টার খান গুল - সংগ্রামের নোটবুক

১৩ নভেম্বর ১৯৭১ঃ মাস্টার খান গুল

বেআইনী ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মাস্টার খান গুল করাচীতে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন ভুট্টো এবং কাইউম খানের ষড়যন্ত্রে গনতন্ত্র বিপন্ন হচ্ছে। ভুট্টো, কাইউম খান এবং ইসলাম পছন্দ দলগুলি দেশে প্রতিক্রিয়াশীল শক্তির দুর্ভেদ্য দুর্গ এবং তারাই পাকিস্তানে একনায়কতন্ত্র চিরস্থায়ী করার ষড়যন্ত্রের সক্রিয় অংশীদার। এই সকল দল বা ব্যাক্তির গনতন্ত্রের প্রতি যদি শ্রদ্ধা থাকত তা হলে বিগত নির্বাচনের রায় অবশ্য মেনে নিতেন। তিনি বলেন জনগনের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়া এবং বিগত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দেশে গনতান্ত্রিক পদ্ধতি পুনঃ প্রবর্তন করাই দেশকে রক্ষার একমাত্র উপায়।