১২ নভেম্বর ১৯৭১ঃ পূর্ব পাকিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর এর মুখপাত্র চার্লস রে বলেন তার দেশ সীমান্তে সৈন্য মোতায়েনের প্রেক্ষিতে ভারত পাকিস্তান দুই দেশকেই সংযত হওয়ার পরামর্শ দিয়েছে। উপ পররাষ্ট্র মন্ত্রী জোসেফ সিসকো দুই দেশের রাষ্ট্রদুতকে তার দপ্তরে ডেকে পাঠিয়ে এ বিষয়ে তার দেশের মনোভাব জানিয়ে দেন। সিসকো তাদের বলেন পরিস্থিতি আরও জটিল হতে পারে এমন ধরনের কার্যকলাপ হতে বিরত থাকার জন্য দুই দেশকে অনুরোধ করেন। সোভিয়েত করতিক ভারতে এবং চীন করতিক পাকিস্তানে সাম্প্রতিক অস্র সরবরাহের সংবাদের প্রেক্ষিতে তার মনোভাব জানতে চাইলে তিনি মন্তব্য করা হতে বিরত থাকেন।