You dont have javascript enabled! Please enable it! 1971.06.10 | বাঙলাদেশ সম্পর্কে মানবিক অধিকার সম্পর্কিত কমিশন সাড়া দিয়েছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ সম্পর্কে মানবিক অধিকার সম্পর্কিত কমিশন সাড়া দিয়েছে

নয়াদিল্লী, ৯ জুন (ইউ এন আই)-মানবিক অধিকার সম্পর্কিত কমিশন সিন্ডিকেট কংগ্রেসের নেতা শ্রীএম এম গুরুপদস্বামীকে জানিয়েছেন, বাঙলাদেশ সম্পর্কে তারা জাতিসংঘ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কাজ করবেন।
গুরুপদস্বামী জাতিসংঘের সেক্রেটারি জেনালের উ-থান্ট-এর এক আবেদনে জানান, তিনি যেন মানবিক অধিকার সম্পর্কিত কমিশনকে বাঙলা দেশের হত্যাকাণ্ড বন্ধ করার জন্য চেষ্টা চালাতে বলেন।
সিন্ডিকেট কংগ্রেসের সংসদীয় দলও আজ বাঙলা দেশের পরিস্থিতি নিয়ে আলােচনা করেন এবং বাঙলাদেশের উপর সরকারের নিষ্ক্রিয় মনােভাবের সমালােচনা করেন।
সিন্ডিকেটের সংসদীয় দল এই বলে অভিমত প্রকাশ করেছেন-পাকিস্তান প্রকৃত যুদ্ধ ঘােষণা না করেও ভারতের উপর যুদ্ধের বােঝা চাপিয়ে দিয়েছেন।

সূত্র: কালান্তর, ১০.৬.১৯৭১