১০ নভেম্বর ১৯৭১ ভুট্টো
ভুট্টো রাওয়ালপিন্ডি থেকে লাহোর পৌঁছে সেখানে এক জনসভায় বলেন পাকিস্তান যুদ্ধ চায় না তবে যুদ্ধ বাধলে তা সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না জনগণও যুদ্ধে সামিল হবে। পাকিস্তান অবশ্যই সঙ্কটের মধ্যে আছে। পাকিস্তানের অভ্যন্তরীণ সঙ্কটের মাঝে ফায়দা লুটার চেষ্টা করার ভারতীয় মতলব কখনো সফল হবে না। তিনি বলেন কোন বিদেশী শক্তি ভারতের বন্ধু হয়ে থাকলে তাদের মধ্যে চুক্তি হয়ে থাকলে আমাদেরও কয়েকটি বন্ধু আছে। তাদের সাথে কোন চুক্তি ছাড়াই আমাদের সাহায্যে এগিয়ে আসবে। তিনি বলেন যুদ্ধ শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকিবে না। তিনি বলেন পূর্ব পাকিস্তানের পরাজিত শক্তির সহিত ক্ষমতার ভাগাভাগিতে তিনি অংশ নিতে চান না কেবল বিজয়ীদের সাথেই অংশ নিতে চান।