১০ নভেম্বর ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগ নেতা শেখ মঞ্জুরুল হক
বে আইনী ঘোষিত আওয়ামী লীগ করাচী শাখা সভাপতি শেখ মঞ্জুরুল হক বলেন ডিসেম্বরে নির্বাচিত তার দলের এমএনএরা এখনও অন্য কোন দলে যোগ দেয়নি। যে সকল দল বলে বেড়াচ্ছে যে তাদের কেউ কেউ তাদের সাথে আছেন বা যোগ দিচ্ছেন এমন সংবাদ সম্পূর্ণ ভুয়া। দলের সদস্যরা নিজেদের মধ্যে করণীয় আলাপ আলোচনা শেষ করে এনেছেন এবং অদূর ভবিষ্যতে তারা বৈঠকে মিলিত হবেন বা প্রকাশ্য হবেন। তিনি বলেন আওয়ামী লীগারদের ব্যাক্তিগত পর্যায়ে রাজনীতি নিষিদ্ধ নয় কিন্তু আওয়ামী নাম ব্যাবহারে মানা( নিষিদ্ধ) কেন হবে। তিনি বলেন তার দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা আছে।