You dont have javascript enabled! Please enable it!

পূর্ববঙ্গে শতশত বৌদ্ধ নিহত 

পাকিস্তানী সৈন্য ও মুসলিম লীগের সমর্থকগণ অন্তত তিনটি সুপরিচিত বৌদ্ধবিহার ধ্বংস করেছেন এবং চট্টগ্রাম জেলার শত শত বৌদ্ধকে তারা হত্যা করেছে। অথচ ইয়াহিয়া খান সিংহল সরকারকে আশ্বাস দিয়েছিলেন, বাংলাদেশে বৌদ্ধদের কোনাে ভয় নেই।

চট্টগ্রাম, খুলনা ও দিনাজপুরে জেল থেকে প্রায় এক হাজার বৌদ্ধ কলকাতায় এসেছেন। তাদের মধ্যে একজন সেসন জজও আছেন। আরও বহু বৌদ্ধ পথে রয়েছেন। এই খবর ইউ এন আইর। যারা এসেছেন, তাঁরা বলেন, বাংলাদেশের প্রায় ৫০০০০০ বৌদ্ধ আছেন। তাঁদের মধ্যে অন্তত ১০০০০০ পলায়ন করেছেন।

Reference:

মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা