You dont have javascript enabled! Please enable it! 1971.12.21 | ৫ পৌষ ১৩৭৮ মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ১৯৭১ | একাত্তরের দশ মাস - রবীন্দ্রনাথ ত্রিবেদী - সংগ্রামের নোটবুক

৫ পৌষ ১৩৭৮ মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ১৯৭১

পিন্ডিতে মিঃ ভুট্টো বললেন, শেখ মুজিবকে অন্তরীণ রাখা হবে। তবে মুক্তি দেবে কিনা জনমত নিয়ে ঠিক করবো। মিঃ ভুট্টো শেখ মুজিবকে কয়েদখানা থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী করলেন। মিয়াওয়ালী জেল থেকে মুক্ত করে শেখ মুজিবকে প্রথমে ইসলামাবাদ-তারপর পিন্ডিতে নিয়ে যাওয়া হল। মিঃ ভুট্টো তাঁর সঙ্গে আলোচনা শুরু করলেন।

-Chief Justice of Pakistan’s Supreme Court, Mr. Hamidur Rahman was today appointed to head a commission of inquiry to go into the causes of the country’s debacle in the 14-day war with India reports UNI. The appointment of the commission was announced by the President Mr.Z.A. Bhutto in an apparent attempt to contain the countrywide demand for a public trial of the military junta led by Gen. Yahya Kha which yielded place to Mr.Bhutto last week in the face of popular demonstrations.

Mr. D.P. Dhar, Chairman of the policy planning Committee of the India External Affairs Ministry, was appointed Special envoy to Bangladesh.

উল্লেখ্য ১৮ ডিসেম্বর ডিপি ধর কলকাতা এসে পৌঁছাবার পর ২১ ডিসেম্বর পর্যন্ত প্রয়োজনীয় বিষয়ে বাংলাদেশ মন্ত্রীসভার সঙ্গে তাঁর আলাপ-আলোচনা চলে এবং বিভিন্ন বিষয়ে বাংলাদেশ মন্ত্রীসভার অনুরোধ ভারতের সর্বোচ্চ পক্ষের অনুমোদন লাভ করে। সেই সময় ঢাকা ও দিল্লীর মাঝে যোগাযোগ ব্যবস্থা ছিল না। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে সচল করা এবং বিচ্ছিন্ন ও বিপর্যস্ত অর্থনীতির জরুরী পুনর্গঠনের ক্ষেত্রে ভারতীয় সহযোগিতার পরিসর নীতিগতভাবে স্বীকৃত হওয়ার পর স্থির হয়, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের নির্দিষ্ট প্রয়োজন নিরূপণ করা এবং সরবরাহের কর্মসূচী প্রণয়ন করার উদ্দেশ্যে ২৩ ডিসেম্বর উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল ঢাকা পৌঁছবেন। (মূলধারা’ ৭১ পৃঃ ২৪৫) এই সব ব্যবস্থাদি সম্পন্ন করার পর অবশেষে ২২ ডিসেম্বর মন্ত্রীসভা ঢাকা প্রত্যাবর্তন করবেন।

-বাংলাদেশ সরকার জনাব আবুল ফাতাহকে পররাষ্ট্র সচিব নিয়োগ করেন। জনাব ফাতাহ মাহবুব আলম চাষীর স্থলভিষিক্ত হলেন। ২১ ডিসেম্বর “দি গার্ডিয়ান-এ প্রকাশিত এক সম্পাদকীয় নিবন্ধে ভুট্টো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবিলম্বে মুক্তিদানের পক্ষে যুক্তি প্রদর্শন করা হয়। এই নিবন্ধে বলা হয়, ঢাকায় আইন-শৃঙ্খলা সম্পর্কিত পরিস্থিতি অবনতি ঘটেছে বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশ, কেবলমাত্র শেখ মুজিবুর রহমান এই অবনতি রোধ করতে পারেন। তাঁর দেশে ফিরে আসতে আর কতদিন দেরী হবে?  আওয়ামী লীগ ও মিসেস গান্ধী শেখ মুজিবের মুক্তির ব্যাপারে পাকিস্তানী যুদ্ধবন্দীদের দাবার গুটি হিসাবে ব্যবহার করা সম্পর্কে ইংগিত করেছেন। এ ব্যাপারে একদিনও দেরী করা চলবে না তা হলে অমংগল ঘটবে। (“দি গার্ডিয়ান” ২১ ডিসেম্বর, ১৯৭১)। “Only in one respect can Bhutto affect the course of Bangladesh, but it is a vital respect, Report after report from Dhaka speaks of chaotic drift of meek learners standing by helpless while revengeful gangs roam the streets. Every commentator agrees that Sheikh Mujibur Rahman alone has a chance of reversing this drift. But how many weeks must pass before Sheikh Mujib goes home? Mrs Gandhi and the Awami Leaguers have both signaled their intention of using Pakistan’s prisoners of war as a bargaining counter. Mr. Bhutto has left himself an escape hatch or two. But the pace of events will be crucial here. Each day wasted makes the task of rallying Bangladesh more daunting.

Reference:

একাত্তরের দশ মাসরবীন্দ্রনাথ ত্রিবেদী