You dont have javascript enabled! Please enable it! 1971.03.19 | অন্তবর্তী বেসামরিক সরকার গঠন সম্পর্কে জল্পনা কল্পনা | কালান্তর - সংগ্রামের নোটবুক

অন্তবর্তী বেসামরিক সরকার গঠন সম্পর্কে জল্পনা কল্পনা

করাচীর এক সংবাদে জানা যায় যে ইয়াহিয়া খান অন্তবর্তী বেসামরিক সরকার গঠনে সম্মত আছে কিন্তু জাতীয় পরিষদে সংবিধান না হওয়া পর্যন্ত সামরিক আইন বলবৎ থাকার উপর তিনি জোর দেন।
সংবাদে আরও বলা হয়ে যে এই অন্তবর্তী বে-সামরিক সরকার হবে একটি কোয়ালিশন সরকার। এতে থাকবে আওয়ামী লীগ, আর পশ্চিম পাকিস্তানের ন্যাশনাল আওয়ামী পার্টি (ওয়ালি গ্রুপ) কনভেনশন মুসলীম লীগ (মমতাজ দৌলতনাম গ্রুপ)। সংবাদে আরও বলা হয়েছে যে মিঞা মমতাজ দৌলতান আগামী কাল ঢাকায় পৌছবেন বলে আশা করা যায়।

সূত্র: কালান্তর, ১৯.৩.১৯৭১