পাকিস্তানের রাজনৈতিক সংকট নিরসনের জন্য
ন্যাপের নেতা ওয়ালি খানের বিশেষ উদ্যোগ
নয়াদিল্লী, ১৮ মার্চ (ইউ এন আই) – পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা খান আবদুল ওয়ালি খান দেশের বর্তমান সংকট সমাধানের উপায় নির্ধারনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন এবং কয়দিন ধরেই ঢাকায় অবস্থান করছেন। এই সংকট সমাধান সম্পর্কে তিনি পূর্ণ আশাবাদী।
এই উদ্দেশ্যে খান ওয়ালি খান পৃথক পৃথক ভাবে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের এবং প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সুদীর্ঘ আলােচনা করেন।
আজ ঢাকায় খান ওয়ালি খান শেখ মুজিবরের সঙ্গে এক ঘন্টাকাল আলােচনা করেন। শেখ মুজিবর রহমানের বাসভবনে এই আলােচনা হয়। আলােচনার তথ্যাদি কিছু জানা যায়নি। ন্যাশনাল আওয়ামী পার্টির অন্যতম নেতা গাউস বক্সও এই আলােচনায় অংশ গ্রহণ করেন।
গতকাল ঢাকায় ন্যাশনাল আওয়ামী নেতা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গেও এক ঘন্টাব্যাপী আলােচনা করেন।
খান ওয়ালি খান বলেন-আমরা সবাই এই সংকট সমাধানের উপায় নির্ধারণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পাকিস্তান বেতার থেকে এ সংবাদ প্রচারিত হয়েছে।
সূত্র: কালান্তর, ১৯.৩.১৯৭১