মুজিবর – ভুট্টো আলােচনা আজ ও চলবে
নয়াদিল্লী ২৮ জানুয়ারি- আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান ও পিপলস পার্টি প্রধান জেড এ ভুট্টো পাক-সংবিধান সম্পর্কে দ্বিতীয় দফায় আলােচনায় মিলিত হন। ইউ.এন আই জানিয়েছে, আজ ভুট্টোর হােটেলে দুই নেতার এই একান্তে আলােচনা ৭০ মিনিটকাল স্থায়ী হয়। ঢাকা রেডিও শ্রী ভুট্টোর বক্তব্য উদ্ধৃত করে জানায় যে, আগামী কাল পাকিস্তানের দুই নেতা পুনরায় বৈঠকে মিলিত হবেন।
বৈঠক শেষে শ্রী ভুট্টো সাংবাদিকদের জানান যে, এদিনের বৈঠকে সমস্ত জাতীয় সমস্যা নিয়েই তারা আলােচনা করেন। প্রয়ােজন হলে আবার ঢাকা আসবাে”- শ্ৰী ভুট্টো বলেন।
অপরদিকে আওয়ামী লীগে ছ’জন ও পিপলস পার্টির ৫জন নেতা আজ পৃথকভাবে বৈঠকে মিলিত হয়ে সংবিধানের বিভিন্ন দিক নিয়ে তিনঘন্টা আলােচনা করেন।
ঢাকায় মন্ত্রী সম্মেলনে ইয়াহিয়া খানের বার্তা
আজ ঢাকায় পাকিস্তান, ইরান ও তুরস্কের মন্ত্রী সম্মেলনের উদ্বোধন উপলক্ষে এক বার্তায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঐ তিন দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযােগিতার প্রয়ােজনীয়তার কথা উল্লেখ করেন।
সূত্র: কালান্তর, ২৯.১.১৯৭১