পূর্ব পাকিস্তানে
ভাসানির দল ভেঙে নতুন দল
নয়াদিল্লী, ২১ জানুয়ারি – (ইউএন) ঢাকার ইভনিং পােস্ট’-এর সংবাদে প্রকাশ ভাসানি-পরিচালিত জাতীয় আওয়ামী পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও পার্টির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হাজি মহম্মদ দানিশ একটি নতুন বামপন্থী দল গড়ার সিদ্ধান্ত করেছেন। ভাসানির ভেকধারী বামপন্থীর বিরুদ্ধে লড়ার সংকল্প নিয়ে এ দলের জন্ম হচ্ছে।
ড. দানিশ আদর্শগত ও সাংগাঠনিক প্রশ্নে মতভেদের ফলে কিছু দিন আগে মৌলানা ভাসানির সঙ্গ ত্যাগ করেন।
ভাসানি পরিচালিত আওয়ামি পার্টির অন্যতম স্তম্ভ কথিত পূর্ব বাংলা শাখার সম্পাদক মহম্মদ তােহা এবং আরাে বেশ কিছু কট্টর উগ্রপন্থী সদস্য এই নয়া বামপন্থী দলে যােগানের সংকল্প ঘােষণা করেছেন। ফারাক্কা নিয়ে মন্ত্রিস্তরে আলােচনা নির্বাচনের পর নয়াদিল্লী, ২১ জানুয়ারি- (ইউ এন) . ফারাক্কা বাঁধ প্রকল্প ও পূর্বাঞ্চলের নদীসমূহ নিয়ে পাকিস্তানের সঙ্গে মন্ত্রিস্তরে আলােচনা চালাতে ভারত রাজী কিন্তু তা হবে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের পর।
জানা গেল, ভারত সরকার এ সম্পর্কে পাক সরকারকে অবহিত করেছে। তবে সচিব পর্যায়ে আলােচনা এখনই সম্ভব বলেও জানান হয়েছে।
প্রকাশ, সরকার বলেছে যে, যদিও ভারত এখনই মন্ত্রিপর্যায়ে ফারাক্কা আলােচনা চালাতে ইচ্ছুক কিন্তু নির্বাচন ঘােষিত হওয়ার ফলে আলােচনা অনুষ্ঠান বর্তমানে অবাস্তব।
সূত্র: কালান্তর, ২৩.১. ১৯৭১