You dont have javascript enabled! Please enable it! 1971.01.09 | ভারতের বিরুদ্ধে কানাডার প্রধানমন্ত্রীর কাছে পাক প্রেসিডেন্টের অভিযােগ | কালান্তর - সংগ্রামের নোটবুক

ভারতের বিরুদ্ধে কানাডার প্রধানমন্ত্রীর কাছে পাক প্রেসিডেন্টের অভিযােগ

নয়াদিল্লী, ৮ জানুয়ালি (ইউ-এন-আই) – পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান গতকাল পাকিস্তান সফররত কানাডার প্রধানমন্ত্রী পিয়ারে ট্রুডাের কাছে অভিযােগ করেন যে ভারত আনবিক বােমা প্রস্তুতের পরিকল্পনা করছে।
রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দু’ঘন্টাব্যাপী আলােচনায় জেনারেল ইয়াহিয়া খান কানাডার প্রধানমন্ত্রীকে বলেন যে, ভারত তার প্রতিরক্ষার শক্তি বৃদ্ধি করে চলেছে। এই বক্তব্য প্রসঙ্গেই ইয়াহিয়া খান ভারতে বােমা প্রস্তুতের পরিকল্পনা সম্পর্কে অভিযােগ করে বলেন যে, ভারত এই উপমহাদেশের সামরিক ভারসাম্য ব্যাহত করেছে।
জেনারেল ইয়াহিয়া খানের অভিযােগের উপর কানাডার প্রধানমন্ত্রীর কী প্রতিক্রিয়া বা বক্তব্য তা পাকিস্তান বেতারে উল্লেখ করা হয়নি।

সূত্র: কালান্তর, ৯.১.১৯৭১