পশ্চিম পাকিস্তানের গভর্নর পর্ষদ ভেঙ্গে দেওয়া হয়েছে
নয়াদিল্লী, ১ জানুয়ারি (ইউ এন আই) – পশ্চিম পাকিস্তানের ৪ জন গভর্নরকে নিয়ে গঠিত পর্ষদটি ভেঙ্গে দেওয়া হয়েছে। এই তথ্যটি জানিয়েছেন, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের গভর্নর লে. জেনারেল আজগর খা। পেশােয়ারে এক সাংবাদিক সম্মেলনে গভর্নর সাহেব বলেছেন, গভর্নর পর্ষদ-এর স্বল্প আয়ু শেষ হয়ে গেছে। রেডিও পাকিস্তান লে. জেনারেল খায়ের বক্তব্য আজ প্রচার করেছেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এ সপ্তাহে লাহােরে অনুষ্ঠিত গভর্নরদের শেষ বৈঠকে চারটি প্রদেশের মধ্যেকার অর্থনৈতিক এবং প্রশাসনিক সমস্যা সম্পর্কে কোনও রূপ মতৈক্য না হওয়ায় বিরােধীয় বিষয়গুলি একটি কমিশনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এক ইউনিট প্রথার বিলুপ্তি হওয়ার পরই গত বছরে জুলাই মাসে গভর্নর পর্ষদ গঠন করা হয়েছিল। পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ৩১ জুলাই এবং সর্ব শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ৩০ ডিসেম্বর।
সূত্র: কালান্তর, ২.১.১৯৭১