এ মাসেই ঢাকায় মুজিবর ভূট্টো সাক্ষাৎকার হতে পারে
নয়াদিল্লী, ৯ জানুয়ারি (ইউ এন আই) – ইস্টার্ন নিউজ এজেন্সীর এক সংবাদে বলা হয়েছে, পূর্ব-পাকিস্তানের ঝঞ্জা বিধ্বস্ত অঞ্চলে জাতীয় পরিষদের আরও ৬টি আসনের নির্বাচন সমাপ্ত হলেই পশ্চিম পাকিস্তানের পাকিস্তান পিপলস পার্টির নেতা শ্রী জেড, এ, ভুট্টো ঢাকায় এসে আওয়ামী লীগ নেতা শ্রী মুজিবর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে।
গত সপ্তাহে শ্রী ভুট্টোর পার্টির পাঞ্জাব ইউনিটের সম্পাদক শ্রী গােলাম মুস্তাফা খারকে ঢাকায় পাঠানাে হয়েছিল এই সাক্ষাৎকারের ব্যবস্থা করার উদ্দেশ্যে।
পূর্বে-ভুট্টো জানুয়ারির গােড়ার দিকেই ঢাকা সফরে আসতে চেয়েছিলেন; কিন্তু আওয়ামী লীগের নেতা তাতে সাড়া দেন নি।
ঢাকায় অবস্থিত পাকিস্তান পিপলস পার্টির সূত্র থেকে বলা হচ্ছে শ্রী মুজিবুর রহমান নাকি শ্রী ভুট্টোর প্রতিনিধিকে এই নিশ্চয়তা দিয়েছেন যে, সংবিধান রচনার ব্যাপারে তিনি সহযােগিতা করতে প্রস্তুত। আগামী ১৭ জানুয়ারি উপরােক্ত নির্বাচনগুলি হতে যাচ্ছে।
সূত্র: কালান্তর, ১১.১.১৯৭১