You dont have javascript enabled! Please enable it!

পূর্ব পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ অগ্রগামী

নয়াদিল্লী, ১৭ জানুয়ারি (ইউ এন আই) – পূর্ব পাকিস্তানের ঘূর্ণিঝড়ে উদ্ভুত এলাকায় জাতীয় পরিষদের নির্বাচনে পটুয়াখালী ও বাখরগঞ্জ কেন্দ্রে আওয়ামী লীগ অগ্রগামী রয়েছে। এবং পশ্চিম পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচনে ভুট্টোর পিপলস পার্টি একটি আসন দখল করেছে।
উল্লেখ্য যে শ্রী ভুট্টো জাতীয় পরিষদের নির্বাচনে ৫টি কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিল। শ্রী ভুট্টো ৪টি কেন্দ্র থেকে পদত্যাগ করেন। ফলে চারটি কেন্দ্রে উপনির্বাচন শুরু হয়েছে।
পূর্ব পাকিস্তানে ঘূর্ণি ঝড়ে বিধ্বস্ত এলাকাগুলি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ৩১টি আসনের মধ্যে আওয়ামী লীগ দিনাজপুর টাঙ্গাইল ও ঢাকা কেন্দ্রে অগ্রগামী রয়েছে।

সূত্র: কালান্তর, ১৮.১.১৯৭১