You dont have javascript enabled! Please enable it! 1971.02.03 | পাকিস্তানে তেল সমস্যা | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাকিস্তানে তেল সমস্যা

বিদেশী তেল কোম্পানীগুলি বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়ে পাকিস্তানে তেলের কালােবাজার সৃষ্টি করেছে। রাওয়ালপিন্ডিতে এক টিন কেরােসিনের দাম সাতাশ টাকা। এক বােতল কেরাসিন সেখানে এক টাকার কমে পাওয়া যায় না। বিদেশী তেল কোম্পানীগুলির কারসাজিতে পাকিস্তানের জনসাধারণ ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠছে এবং বিদেশী তেল কোম্পানিগুলি রাষ্ট্রয়ত্তকরণের দাবিও উত্তরােত্তর বাড়ছে। গত সাধারণ নির্বাচনের সময় উভয় পাকিস্তানেই জুলফিকার আলী ভুট্টো ও শেখ মুজিবর রহমান নির্বাচকমণ্ডলীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তারা শাসনক্ষমতায় এলে বিদেশী ও দেশী একচেটিয়া পুজিপতিদের ক্ষমতা খর্ব করবেন।
নির্বাচনে এই দুই নেতারই দুটি রাজনৈতিক দল পিপলস পার্টি ও আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। তাই পাকিস্তানের সাধারণ লােকের ধারণা মুজিবর সাহেব ক্ষমতায় অধিষ্ঠিত হলে বামাশেল, ক্যালমেক্স ও ত্রসোের ক্ষমতা খর্ব করবেন… মুক্তি না পেলে কোনাে উন্নয়নশীল দেশেরই যথার্থ বৈষয়িক অগ্রগতি সম্ভব নয়।

সূত্র: কালান্তর, ৩.২.১৯৭১