পাকিস্তানে জব্দ জমানত থেকে ২৫ লাখ টাকা আয়
নয়াদিল্লী, ২ ফেব্রুয়ারি (ইউ-এন আই)- পাকিস্তানের সাধারণ নির্বাচন উপলক্ষে যে সব প্রার্থীদের জমানত জব্দ হয়েছে পাকিস্তান সরকার তা থেকে মােট ২৫লক্ষ টাকা লাভ করেছেন। করাচির সংবাদপত্র মনিং নিউজে প্রকাশিত এক সরকারী বিবৃতি অনুযায়ী। পূর্ব পাকিস্তানেই এই জমানত জব্দের ঘটনা ঘটেছে। সর্বাধিক। বেশীরভাগ প্রার্থীই এখানে মােট ভােটের ১০ শতাংশের চেয়ে কম ভােট পেয়েছেন। কেবল পূর্ব পাকিস্তানের প্রার্থীদের জমানত জব্দ থেকে পাওয়া গেছে ১২ লক্ষ টাকা। বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানীদের আয়ুবগােষ্ঠী সমর্থক মুসলিম লীগের প্রার্থীদের জমানত সবচেয়ে বেশি সংখ্যায় জব্দ হয়েছে। আবার অন্যদিকে পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগের সমস্ত প্রার্থীদের জমানত জব্দ হয়েছে বলে প্রকাশ।
সূত্র: কালান্তর, ৩.২.১৯৭১