ভুট্টো-মুজিবর মতবিরােধ
নয়াদিল্লী, ৩১ জানুয়ারি (ইউ এন আই) – পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আল ভূট্টো আজ কবুল করেছেন যে, সংবিধানের ভিত্তি সম্পর্কে আওয়ামী লীগের দু’দফা দাবির মধ্যে চারটির ক্ষেত্রে লীগ নেতাদের সংগে তাঁর মতবিরােধ রয়েছে।
ঢাকায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী ভুট্টো বলেছেন, লীগ নেতা মুজিবর রহমানের সংগে তার ৩ দিনের আলােচনা ব্যর্থ অথবা অচলাবস্থার সৃষ্টি হয়নি। কম-বেশি দু’টি ক্ষেত্রে তিনি রাজী হয়েছেন বলে জানান।
লীগের এক নম্বর ও ছয় নম্বর দাবি দুটিতে তিনি একমত হয়েছেন বলে জানিয়ে বলেন, এই দুটি দাবিতে যথাক্রমে “ব্যাপক অর্থে ফেডারেশন এবং কেন্দ্রের হাতে সামরিক ও আধা সামরিক ক্ষমতা রাখার কথা বলা হয়েছে। অন্যান্য ৪টি দাবির মধ্যে রয়েছে, ইউনিটগুলির হাতে থাকবে পূর্ণ স্বায়ত্তশাসন ক্ষমতা।
কেন্দ্র শুধুমাত্র প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং ক্যারেন্সীর ভারপ্রাপ্ত থাকবে।
শ্রী ভুট্টো বলেছেন, এগুলি সম্পর্কে তিনি জাতীয় পরিষদে নির্বাচিত বিভিন্ন নেতার সংগে কথা বলবেন। লীগ সমর্থক ছাত্ররা যে ১১ দফা দাবির কথা বলেছেন তার মধ্যে ১০ টি ক্ষেত্রে তিনি রাজী হয়েছে।
সূত্র: কালান্তর, ১.২.১৯৭১