You dont have javascript enabled! Please enable it! 1971.02.08 | পাক প্রেসিডেন্টের আশা | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাক প্রেসিডেন্টের আশা

নয়াদিল্লী, ৭ ফেব্রুয়ারি (ইউ-এন – আই) ভারত ও পাকিস্তানের মধ্যকার যাবতীয় সমস্যার ন্যায়সংগত সমাধান খুঁজে পাওয়া যাবে বলে প্রেসিডেন্ট ইয়াহিয়া খা আশা প্রকাশ করেছেন। মরিশাসের প্রধানমন্ত্রী শিভুসাগর রামগুলাম ও পাক প্রেসিডেন্টের স্বাক্ষরিত একটি যুক্ত ইস্তাহারে এই আশার কথা বলা হয়েছে। মরিশাসের প্রধানমন্ত্রীও অনুরূপ আশা প্রকাশ করে বলেছে-ভারতের সংগে পাকিস্তানের বিরােধী বিষয়গুলির শান্তিপূর্ণ মীমাংসা হয়ে যাবে। স্মরণ করা যেতে পারে যে, শ্রীরামগুলাম ৬ দিনের জন্য পাকিস্তান সফরে এসেছিলেন।

সূত্র: কালান্তর, ৮.২.১৯৭১