ভারত সরকার জাতীয় মুক্তিফ্রন্টের শর্ত সরাসরি অগ্রাহ্য করেছে
৪ জন বিমান-কর্মীসহ ২৬জন যাত্রীর স্বদেশ প্রত্যাবর্তন
নয়াদিল্লী, ১ ফেব্রুয়ারি (ইউ-এন-আই) – লাহােরে আটক ভারতীয় ফকার বিমানটি ছেড়ে দেওয়ার ব্যাপারে “তথাকথিত জাতীয় মুক্তি ফ্রন্ট” যে সর্ত দিয়েছিল ভারত সরকার সরাসরি তা অগ্রাহ্য করেছেন। চারজন বিমানকর্মী সহ ২৬ জন যাত্রী আজ স্থলপথে অমৃতসরে এসে পৌঁছেছেন।
লাহােরের এক সাংবাদিক সম্মেলনে “কাশ্মীরের মুক্তি ফ্রন্টের নেতা বলে পরিচয় দিয়ে জনৈক মকবুল আহমেদ বাট ভারত সরকারের কাছে এই মর্মে হুশিয়ারি জানিয়েছেন যে কাশ্মীরে আটক ফ্রন্ট পন্থীদের মুক্তি দিয়ে লাহােরে না নিয়ে এলে বিমানকে ছেড়ে তাে দেওয়াই হবে না উপরন্ত এটি ধ্বংস করে ফেলা হবে।
আটক ভারতীয় বিমানটি ছেড়ে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের গণভােট ফ্রন্ট যে শর্ত দিয়েছিল ভারত সরকার সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন। তাদের সর্তাবলী হ’ল (১) সম্প্রতি নাশকতামূলক কার্যকলাপের অভিযােগে কাশ্মীরের ধৃত ব্যক্তিদের ছেড়ে দিতে হবে (২) বিমান ছিনতাইকারীদের আত্মীয়দের ক্ষতি করা হবে না এমন প্রতিশ্রুতি ভারত সরকারকে দিতে হবে। সর্তগুলি ইসলামবাদস্থিত অস্থায়ী ভারতীয় হাই কমিশনার শ্রী অশােক চিবকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব শ্রী সুলতান আহমেদ মৌখিকভাবে জানিয়ে দেন।
এর উত্তরে ভারত জানিয়ে দিয়েছে (১) জোর করে বিমান নামান মানবতার বিরুদ্ধে একটি অপরাধ এবং প্রতিটি সভ্য সরকারের ও জনগণের এ ধরনের ঘটনার নিন্দা করা উচিত।
(২) এ দুজন ছিনতাইকারী হ’ল অপরাধী এবং প্রত্যেকটি সভ্য সরকারের ও জনগণের উচিত তাদের কাজের নিন্দা করা। আমরা অবাক হয়ে যাচ্ছি যে পাকিস্তান সরকার এদের দুজনকে কিভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়ার উপযুক্ত মনে করলেন।
আজই বিকেলে ভারতীয় হাইকমিশন মৌখিকভাবে পাকিস্তানের পররাষ্ট্রদপ্তরকে একথা জানিয়ে দেন। একই সংগে দিল্লীতে এই মৌখিক বক্তব্যের একটি কপি পররাষ্ট্রসচিব শ্রী এসকে ব্যানার্জী পাকিস্তানের হাই কমিশনার শ্রী সাজ্জাদ হায়দারকে দেন। ইসলামাবাদকে দিল্লী আরও জানিয়ে দিয়েছে যে, জম্মু ও কাশ্মীরে নাশকতামূলক ও দেশদ্রোহীমূলক কাজের সংগে যুক্ত থাকার অভিযােগে কয়েক জনকে গ্রেপ্তার করা সম্পর্কে ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার কোনও বিদেশী রাষ্ট্রের নেই।।
পাকিস্তান আন্তর্জাতিক রীতি লঙ্ন করেছে
তথ্যাভিজ্ঞ মহল বলছেন, ২ জন ছিনতাইকারীকে রাজনৈতিক আশ্রয় দিয়ে পাকিস্তান জাতিসংঘের বিগত অধিবেশনের এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গৃহীত (যার অন্যতম সমর্থক হলেন পাকিস্তান) লঙ্ঘন করেছে।
ড. করণ সিং-এর তৎপরতা
ইতিপূর্বে আজ সকালে ড. করণ সিং পাকিস্তানের অসামরিক বিমান চলাচল দপ্তরের মন্ত্রীকে একটি বার্তায় অবিলম্বে আটক বিমানটি ছেড়ে দেবার জন্য তার ব্যক্তিগত প্রভাব বিস্তার করতে অনুরােধ করেন। বার্তায় তিনি বলেছেন, “ভারতীয় বিমান, যাত্রী ও অন্যান্য মালপত্র দীর্ঘকাল আটক রাখায় আমি খুবই ক্ষুব্ধ।
আমাদের উদ্ধারকারী বিমানও প্রস্তুত। এ ধরনের ছিনতাই আন্তর্জাতিক আইন ও রীতির পরিপন্থী এবং দুটি সরকারেরই উচিত এ ঘটনার নিন্দা করা। দেরি করলে আমাদের দুটি দেশেরই স্বার্থ ক্ষুন্ন হবে।” এর আগে সমগ্র পরিস্থিতি বিচার করার জন্য ড. সিং এক উচ্চ-পর্যায়ের বৈঠকে মিলিত হন। করাচির খবরে প্রকাশ, পাকিস্তান দু’জন অপরাধীকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
কার কণ্ঠস্বর ?
আজ লাহােরে এক সাংবাদিক সম্মেলনে জনৈক মবুল আহমেদ বাট নিজেকে কাশ্মীরের জাতীয় মুক্তিফ্রন্টের নেতা বলে পরিচয় দিয়ে বলেন, কাশ্মীরে ধৃত ৩৬ জন মুক্তিফ্রন্টের নেতাকে মুক্তি দিয়ে লাহােরে আনার ব্যবস্থা করতে হবে এবং এ দাবি না মানলে বিমানটি ফেরৎ দেওয়া হবে না, পরন্ত এটি ধ্বংস করা হবে।
অপরাধীদের হুংকার
আজ দু’জন ছিনতাইকারী মহম্মদ হাসেম কুরেশী এবং মহম্মদ আশরফ কুরেশী বিমানটির ককপিট থেকে চিৎকার করে বলেন, “এই কাজের দ্বারা আমরা ভারতকে দেখাতে চাই যে, বিদেশী সাহায্য ছাড়াই আমরা সব কিছুই করতে পারি। কাশ্মীরীরা এখন বুঝছেন যে, ভারত শান্তির ভাষা বােঝে না।” জম্মুতে বিক্ষোভ এবং অভ্যর্থনা। বিমান ছিনতাই এবং পাকিস্তানের ভূমিকার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে আজ জম্মুতে ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেন। অন্যদিকে আটক যাত্রীরা স্থানীয় বিমানবন্দরে পৌঁছালে তাদের বিপুলভাবে সম্বর্ধনা জানান হয়।
সূত্র: কালান্তর, ২.২.১৯৭১