তৃতীয় দিনে
মুজিবর-ভুট্টো বৈঠকে অচলাবস্থা
নয়াদিল্লী, ২১ জানুয়ারি (ইউ এন আই) – পাকিস্তানে সংবিধান রচনা নিয়ে ভুট্টো-মুজিবর আলােচনার তৃতীয় দিনে আজ অচলাবস্থা দেখে দিয়েছে। আঞ্চলিক স্বায়ত্তশাসন ও জাতীয় এসেমব্লির অধিবেশন ডাকা সম্পর্কে প্রচণ্ড মত-বিরােধই এর কারণ।
জাতীয় এসেম্বলী ও পূর্ব-পাকিস্তান প্রাদেশিক পরিষদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠদল আওয়ামী লীগের নেতা শেখ মুজিবর রহমান বৈঠক শেষে ঘােষণা করেন, প্রদেশ গুলির পূর্ণ স্বায়ত্তশাসন সহ ছ’দফা দাবিতে তার দল অটল থাকবে।
সূত্র: কালান্তর, ৩১.১.১৯৭১