You dont have javascript enabled! Please enable it!

রবীন্দ্র অবমাননার নিন্দায় মুজিবর

নয়াদিল্লী, ১১ জানুয়ারি (ইউ এন আই) – দেশের সাহিত্য সংস্কৃতি জগৎ থেকে কবি রবীন্দ্রনাথকে নির্বাসন দণ্ড দেবার জন্য পাকিস্তানের একশ্রেণীর লােক যে ষড়যন্ত্র আঁটছে, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান তার নিন্দা করেছেন। পাকিস্তান টাইমস” থেকে এ সংবাদ পাওয়া গিয়েছে।
মুজিবর বলেছেন, “ভুইফোড় লােকগুলাে একথা সম্পূর্ণ ভুলে যাচ্ছে যে, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান এত বিশাল যে তাকে বাদ দেওয়া সম্ভব ছিল না।”
কাজি নজরুল ইসলামের রচনা বিকৃত করার জন্য পাকিস্তান বেতার যে অসৎ প্রচেষ্টা চালাচ্ছে মুজিবর তার বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বাংলার মানুষ এই সাহিত্য- বিকৃতি বরদাস্ত করবে না।
তিনি পূর্ব পাকিস্তানে আরবী হরফ চালু করার চক্রান্তের বিরােধিতা করেছেন। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য প্রেমিকরা এ চক্রান্ত প্রতিরােধ করবেন বলে তিনি দৃঢ় ধারণা পােষণ করেন।
তিনি বাংলাদেশে লেখক, সাহিত্যিক ও কবিদের কাছে বাংলার ইতিহাস নতুন করে লেখার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাভাষার মর্যাদা রক্ষার জন্য যারা রক্ত ঢেলেছেন ইতিহাসে তাঁদের নাম যেন সংযােজিত হয়।

সূত্র: কালান্তর, ১২.২.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!