পাকিস্তান বিরােধী বিক্ষোভ যেন সাম্প্রদায়িক অশান্তি না ঘটায়
কলকাতায় প্রধানমন্ত্রীর হুশিয়ারি
কলকাতা, ৬ ফেব্রুয়ারি- পাকিস্তানে ভারতীয় বিমান ধ্বংস করার ঘটনায় ভারতবর্ষের মানুষের মনে যে ন্যায্য ক্রোধ দেখা দিয়েছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে এই মর্মে হুশিয়ারি দেন যে ক্রোধের বাহির প্রকাশ যেন এমন না হয় যাতে ভারতের ঐক্য ও সংহতি দুর্বল হয়। দেশে কোনও সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করা হলে তার দ্বারা পাকিস্তানের উদ্দেশ্যই সিদ্ধ করা হবে।
আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় ও কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি উপরােক্ত মন্তব্য করেন।
তিনি বলেন, পাকিস্তান এই ব্যাপারে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে। এর যাতে একটা ন্যায্য মীমাংসা হয় তার জন্য সরকার সুস্থিরভাবে অগ্রসর হচ্ছেন। ক্রোধ বা উত্তেজনার বশে জনসাধারণ এমন কিছু যেন না করেন যাতে পাকিস্তানের উদ্দেশ্যই সিদ্ধ হয়।
প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে এই ঘটনা প্রসঙ্গে ও দেশের আসন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে আশু আলােচনা হতে পারে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন যে, পাকিস্তান সরকার যা করেছেন তা” “অদ্ভূত”।
এই অশান্ত পরিবেশে শেষপর্যন্ত রাজ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে কিনা জানতে চাইলে শ্রীমতী গান্ধী বলেন, “আমি আশা করি পশ্চিমবঙ্গের মানুষ বিপদের ঝুঁকি নিয়েও ভােট দিতে যাবেন। কারণ এতাে সব বিষয় বিপন্ন হয়ে পড়েছে যে ভােট দেওয়া না দেওয়ার উপরে সেগুলি নির্ভর করবে।”
সূত্র: কালান্তর, ৭.২.১৯৭১