ভারত – পাক বাণিজ্য সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ভারতের প্রস্তাব
নয়াদিল্লী ১৪ জানুয়ারি (ইউ, এন আই) – ভারত ও পাকিস্তানের অন্ততঃ নির্দিষ্ট কিছু দ্রব্যের বাণিজ্য সম্পর্ক পুনরাম্ভের জন্য ভারত পাকিস্তানের কাছে এক প্রস্তাব দিয়েছে। ভারতের হাইকমিশনার পাকিস্তান সরকারকে জানিয়েছেন যে, এইসব নির্দিষ্ট দ্রব্যের মধ্যে পাকিস্তান থেকে মাছ আমদানি করা যেতে পারে। এর দ্বারা পশ্চিমবঙ্গে মৎস্যের চাহিদা পূরণ করা যাবে। এর পরিবর্তে পাকিস্তান যে কোন দ্রব্য সামগ্রী নিতে পারে বলে প্রস্তাবে বল হয়েছে।
প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী একথা জানিয়ে বলেছেন যে, ভারতীয় হাই কমিশনারকে পাক কর্তৃপক্ষ জানিয়েছেন যে বিষয়টি তাদের বিবেচনাধীন রয়েছে।
সামগ্রিক ভারত-পাক বাণিজ্য সম্পর্কে শ্রীমতি গান্ধী বলেন যে, এ বিষয় পাকিস্তানের মনােভাবের উপর সম্পূর্ণ নির্ভরশীলতা। বর্তমানের অবস্থা দেখে মনে হয় না যে পাকিস্তান স্বাভাবিক সম্পর্ক বজায় বা ভারতের সঙ্গে পূর্ণ বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক। তবে ভারত সরকার তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র: কালান্তর, ১৪.২.১৯৭১