You dont have javascript enabled! Please enable it! 1971.02.13 | পাকিস্তানের প্রতি জগজীবন রামের হুঁশিয়ারি | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাকিস্তানের প্রতি
জগজীবন রামের হুঁশিয়ারি

খান্ডোয়া, ১২ ফেব্রুয়ারি (ইউ এন আই) – লাহােরে বিধ্বস্ত ভারতীয় বিমান ও তার মালপত্রের ক্ষতিপূরণসহ ছিনতাইকারীদের ফিরিয়ে না দিলে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আরও ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
আজ এখানে সাংবাদিকদের কাছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী শ্রী জগজীবন রাম একথা ঘােষণা করে বলেন, পশ্চিম পাকিস্তানে ভারতীয় বিমান ছিনতাইকারীদের সফর করানাে হলে তা হবে অত্যন্ত নীচ কাজ।
তিনি মনে করেন, বিমান ছিনতাই-এর ঘটনাটি ভারতের আসন্ন নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত। কারণ এ ধরণের কাজ করে পাকিস্তান এদেশে সবল সরকার গঠনে বাধা দিতে চায়।
তার মতে, ইন্দিরা কংগ্রেস একাই ২৭০ টি আসন পাবে। বিশেষ করে কেরালা ও তামিল নাড়ুতে তাদের বিপুল জয় হবে।

সূত্র: কালান্তর, ১৩.২.১৯৭১