৯ নভেম্বর ১৯৭১ঃ প্রিন্স সদরুদ্দিন আগা খান
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে দেখা করেছেন। এর আগে ভারতে তিনি পররাষ্ট্রমন্ত্রী সরণ সিং এর সাথে সাক্ষাত করে শরণার্থীদের জন্য ১৭ লাখ ৫০ হাজার ডলারের এক চেক প্রদান করেন। তিনি পাকিস্তানে বলেন ভারতে অবস্থানকারী শরণার্থীদের সাহায্যের জন্য বিশ্ব সাড়া দিচ্ছে। তিনি জেনেভায় ফিরে তার মহাসচিবের কাছে আরও সাহায্যের আবেদন করবেন। তিনি চলতি সপ্তাহের শেষে নিউইয়র্কে জাতিসংঘের সদস্যদের নিকট শরণার্থী পরিস্থিতি বিষয়ে সর্বশেষ রিপোর্ট পেশ করবেন।