১৮ মার্চ পূর্ব-বাংলায় গণহত্যার প্রতিবাদে জনসভা
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ১৬ মার্চ-পূর্ব বাংলার গণহত্যা এবং জনসাধারণের ওপর অত্যাচারের প্রতিবাদে কলকাতার লেখকশিল্পী ও শিক্ষাব্রতীগণ একসভা আহ্বান করেছেন। এই সভা আগামী ১৭ মার্চ বিকাল সাড়ে পাঁচটায় ভারত সভা হলে অনুষ্ঠিত হবে। সভায় আহ্বায়কবৃন্দের মধ্যে আছেন সর্বশ্রী রমা চৌধুরী, অন্নদাশংকর রায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রবােধ সান্যাস, মনােজ বসু, দক্ষিণারঞ্জন বসু, মনিশংকর, বিজনবিহারী ভট্টাচার্য, আশুতােষ ভট্টাচার্য, বিবেকানন্দ মুখােপাধ্যায়, সন্তোষ ঘােষ, আশাপূর্ণ দেবী, অমলেন্দু বােস, হরিপদ চক্রবর্তী, হীরেন মজুমদার। প্রেমেন্দ্র মিত্র, মন্নথ রায়, প্রশান্ত বােস, বিনয় সরকার প্রমুখ।
সূত্র: কালান্তর, ১৮.৩.১৯৭১