সামরিক সরকারের তদন্ত কমিশন অগ্রাহ্য
শেখ মুজিবর পাল্টা তদন্ত কমিশন গঠন করবেন
নয়াদিল্লী, ১৮ মার্চ (ইউ এন আই) – পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক গণহত্যায় সৈন্য বাহিনীর হিংস্র ভূমিকা সম্পর্কে তদন্তের জন্য গত কাল পূর্ব পাকিস্তানের জঙ্গী শাসক যে তদন্ত কমিশন নিয়ােগ করেছেন আওয়ামী লীগনেতা শেখ মুজিবর রহমান তা গ্রহণ করতে অসম্মতি জ্ঞাপন করেন। এই কমিশনকে অগ্রাহ্য করার জন্য তিনি জনগণের প্রতি এক আহ্বান জানান। অপর পক্ষে, তিনি নিজেই এক পৃথক তদন্ত কমিশন নিয়ােগের কথা ঘঘাষণা করেন। শেখ মুজিবর অভিমত দেন যে সামরিক কর্তৃপক্ষ যে পদ্ধতিতে তদন্ত কমিশন গঠন করেছেন তা অত্যন্ত আপত্তিকর।
তিনি বলেন যে তদন্ত পরিচালনা সম্পর্কে বাঙ্গলাদেশের জনসাধারণের দাবি পূরণ করতে পারে না বলেই এই তদন্ত কমিশন গ্রহণ যােগ্য নয়।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন : বেসামরিক কর্তৃপক্ষ তাঁর পক্ষে কর্তব্যরত রয়েছে। সামরিক কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত তদন্ত কমিশনের সঙ্গে বাংলা দেশের একটি মানুষও সহযােগিতা করবে না।
শেখ মুজিবর রহমান কর্তৃক নিযুক্ত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিশনে রয়েছেনঃ প্রাদেশিক পরিষদের আওয়ামী লীগ দলের নেতা শ্রী মনসুর আলী, আওয়ামী লীগের সহ সভাপতি শ্রী মুস্তাক আহম্মদ। তৃতীয় সদস্যের নাম জানানাে হয়নি।
ঢাকা বেতার কেন্দ্র থেকে এ সংবাদের উদ্ধৃতি দেওয়া হয়েছে।
আইন অমান্য আন্দোলনের সতের দিন
পূর্ব পাকিস্তানের আইন অমান্য আন্দোলনের আজ ১৭ দিন। অফিস আদালত বন্ধ রয়েছে। বাংলা দেশের সংহতির দৃষ্টিতে প্রদেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মিছিল চলছে।
এক বিরাট ছাত্র সভায় ভাষণদান প্রসঙ্গে শেখ মুজিবর পুনরায় ঘােষণা করেন ও জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। তিনি বাংলাদেশের প্রতি মানুষকে যে কোন ত্যাগ বরণ করতে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান।
সূত্র: কালান্তর, ১৯.৩.১৯৭১