জাতীয় পরিষদই সাংবিধানিক সমস্যা আলাচনার উপযুক্ত স্থান -ওয়ালী খান
নয়াদিল্লী ১৬ মার্চ (ইউ এন আই) – পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা খান আবদুল ওয়ালী খান সাংবাদিকদের নিকট পুনরায় ঘােষণা করেন যে জাতীয় পরিষদই পাকিস্তানের সাংবিধানিক সমস্যা আলােচনা ও মীমাংসার উপযুক্ত স্থান।
ঢাকায় আওয়ামী লীগ নেতা শেখ মুজিবয়ের সঙ্গে আলােচনার পর ন্যাশনাল আওয়ামী লীগ প্রধান খান ওয়ালী খান সাংবাদিকদের নিকট বলেন যে তিনি তার দলের সিদ্ধান্ত অনুসারে জাতীয় পরিষদের অধিবেশনে যােগদান করবেন।
খান ওয়ালী খান আরও বলেন যে পাকিস্তান আজ যে রাজনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে সম্পর্কে তিনি শেখ মুজিবর রহমানের সঙ্গে আলােচনা করেন। এ সংবাদ পাকিস্তান বেতার থেকে প্রচারিত হয়েছে।
সূত্র: কালান্তর, ১৭.৩.১৯৭১