You dont have javascript enabled! Please enable it!

ইয়াহিয়া – শেখ মুজিবর বৈঠক চলছে
ভুট্টোর আমন্ত্রণ প্রত্যাখ্যান

নয়াদিল্লী, ১৯ মার্চ (ইউ-এন আই) আজ ঢাকায় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ও আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলােচনা শুরু হয়। ৯০ মিনিটব্যাপী এই আলােচনা চলে।
এই আলােচনার শেষে এক সরকারী ঘােষণায় বলা হয়েছে যে, নেতৃদ্বয় পুনরায় আগামীকাল সকালে মিলিত হবেন। এবং ইতিমধ্যে তাদের সহকারীগণ আজ সন্ধ্যায় আলােচনা চালিয়ে যাবেন।
সেই অনুসারে আজ সন্ধ্যায় উভয় পক্ষের সহকারীদের মধ্যে দু’ঘন্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এ পর্যন্ত প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও শেখ মুজিবরের মধ্যে যে আলােচনা হয়েছে তাতে তাদের কোন সহকারী অংশ গ্রহণ করেন নি। আগামীকাল উভয়ের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হবে তাতে আওয়ামী লীগের সংসদীয় দলের ডেপুটি লীডার শ্রী কামরুজ্জামান সহ ৫ জন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবরের সঙ্গে উপস্থিত থাকবেন।
পর্যবেক্ষক মহলের ধারণা যে, এই গুরুত্বপূর্ণ আলােচনা এক চূড়ান্ত পর্যায়ে এসে পৌছানাের ফলেই এই বৈঠকে অংশ গ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
শেখ মুজিবর আজকের আলােচনা শেষে প্রেসিডেন্টের বাসভবন থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই এক বিরাট জনতা ‘জয় বাঙলা’ ধ্বনিতে তাঁকে সম্বর্ধনা জানায়।
শেখ মুজিবর সাংবাদিকদের কাছে বলেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর আলােচনা চলছে। তিনি আরও বলেন যে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে আরও সময়ের প্রয়ােজন হবে।
পশ্চিম পাকিস্তানের নেতাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন কি-না এই প্রশ্নের জবাবে শেখ মুজিবর রহমান বলেন যে, দরজা খােলাই রয়েছে; শুধু রাজনৈতিক নেতাদেরকেই নয় পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষকেও তিনি আলােচনার জন্য স্বাগত জানান।
আজ অসহযােগ আন্দোলনের ১৮ দিন অফিস-আদালত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকে। সর্বত্র কালােপতাকা উত্তোলন করা হয়।
‘ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় যে সর্বশ্রেণীর জন-সাধারণ মিছিল, সভা-সমাবেশ সংগঠিত করে চলেছেন এবং মুক্তি আন্দোলনের প্রতি পূর্ণ আনুগত্য জ্ঞাপন করছেন।

সূত্র: কালান্তর, ২১.৩.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!