৮ নভেম্বর ১৯৭১ঃ চট্টগ্রাম বন্দরে তৈল ট্যাংকার নিমজ্জিত হওয়ার তদন্ত প্রতিবেদন
পশ্চিম পাকিস্তানী মালিকানাধীন ১৫০০ টনের তৈল ট্যাংকার মাহতাব জাভেদ নিমজ্জিত হওয়ার কারন গুলি নিম্নরুপ
১)প্রথমে ছোট একটি বিস্ফোরণে জাহাজে আগুন ধরে যায়। দমকল বাহিনী আগুন নিভানোর চেষ্টা চালায়।
২) আগুন নিভানো কালীন ২য় বিস্ফোরণ ঘটে এতে দমকল বাহিনীর কর্মীরা এদিক সেদিক পড়ে যায়। এতে দমকলের ১৪ জন এবং জাহাজের আর ১৪ জন আহত হয়।
৩) আহতদের সরিয়ে নেয়ার পর ৩য় বিস্ফোরণে জাহাজটি ডুবে যায়।
নিহতদের সকলেই বাঙ্গালী। ৯ জনের মধ্যে ১ জন দমকল কর্মী। জাহাজটি বার্মা ইস্টার্নের কেরোসিন ও জ্বালানী তেল খালাসের অপেক্ষায় ছিল।