You dont have javascript enabled! Please enable it! 1971.11.08 | আমরা ক্ষমতা লাভের জন্যে নয়, বরং দেশের অখন্ডতা রক্ষার জন্যেই সরকারের দায়িত্বে অংশগ্রহণ করেছি- মিয়া তোফায়েল - সংগ্রামের নোটবুক

০৮ নভেম্বর, ১৯৭১ঃ জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামীর প্রাদেশিক সাধারন সম্পাদক আব্দুল খালেক পিপিপি এর কাওসার নিয়াজির বক্তব্য এর সমালোচনা করে বলেন ইহা সবার জানা আছে পূর্ব পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য তার দলের চেয়ারমেন ভুট্টো দায়ী। ভুট্টোই ৩রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন মুলতবি করতে বাধ্য করে এ সমস্যার সৃষ্টি করেছে। তিনি বলেন যে দল মার্চ/ এপ্রিলে দেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিল নিয়াজি তাদের বিরুদ্ধে কিছু বলছেন না। নিয়াজি আল বদর বাহিনীকে একটি সশস্র দল বলায় খালেক বলেন ইহা সত্যি তবে তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থেকেই কাজ করছে।
অপর দিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মিয়া তোফায়েল জানান, দেশের গোলযোগপূর্ণ বা যুদ্ধাবস্থায় জামায়াতে ইসলামী যে কোনো দলের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তিনি মন্ত্রীসভায় জামায়াতের অংশগ্রহণ সম্পর্কে বলেন, ‘আমরা ক্ষমতা লাভের জন্যে নয়, বরং দেশের অখন্ডতা রক্ষার জন্যেই সরকারের দায়িত্বে অংশগ্রহণ করেছি।