বাংলাদেশের সংবিধানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ শব্দদুটি আছে কিনা?
১। মুক্তিযুদ্ধ শব্দটি আছে কিনা সেটা দেখতে পড়ুন সংবিধানের দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূল নীতি অংশ।
২। সংবিধানে স্বাধীনতা শব্দটি মোট ২২ বার আছে। প্রস্তাবনার প্রথম লাইন, প্রথম ভাগের ২(ক), দ্বিতীয় ভাগের ৯ ধারা, এবং ১৫০ এর ২ পড়ুন।
এই ওয়েবসাইটে বাংলা, ইংরেজি, এবং ৭২ এর মূল সংবিধান দেয়া আছে। ক্যাটাগরি থেকে Documents অপশন সিলেক্ট করুন।