You dont have javascript enabled! Please enable it! 1969.03.01 | গোলটেবিল বৈঠকের প্রথম অধিবেশনের প্রতিক্রিয়া : পশ্চিম পাকিস্তানীরা পূর্ব পাকিস্তানীদের সমস্যা উপলব্ধি করিয়াছে: শেখ মুজিব | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১লা মার্চ ১৯৬৯
গোলটেবিল বৈঠকের প্রথম অধিবেশনের প্রতিক্রিয়া :
পশ্চিম পাকিস্তানীরা পূর্ব পাকিস্তানীদের সমস্যা উপলব্ধি করিয়াছে: শেখ মুজিব

ঢাকা, ২৬শে ফেব্রুয়ারী (এপিপি)। —গোলটেবিল বৈঠকের প্রথম অধিবেশনে যোগদান শেষে ঢাকায় প্রত্যাবর্তনের পর আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান সাংবাদিকদের নিকট বলেন, পশ্চিম পাকিস্তানের জনসাধারণ পূর্ব পাকিস্তানের সমস্যাবলী উপলব্ধি করিয়াছে এবং পূর্ব পাকিস্তানের জনসাধারণের প্রতি তাহাদের শুভেচ্ছা ও সহানভূতি রহিয়াছে।
তিনি বলেন, গোলটেবিল বৈঠকের প্রথম অধিবেশন সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হইয়াছে।

৬ই মার্চ ডাক-এর সভা
শেখ মুজিবর রহমান বলেন, আগামী ৬ই মার্চ লাহোরে কেন্দ্রীয় গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের বৈঠক অনুষ্ঠিত হইবে। ইতিপূর্বে রাওয়ালপিণ্ডিতে শেখ মুজিবর রহমান বলেন, তিনি পশ্চিম পাকিস্তানের জনসাধারণের দাবী- দাওয়ার কথাও বলিবেন।
“পশ্চিম পাকিস্তানের কথা কে বলিবে” এই শিরোনামায় পাকিস্তান টাইমস- এর এক সম্পাদকীয় নিবন্ধে সাংবাদিকরা শেখ সাহেবের নিকট জানিতে চাহিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
অতঃপর পূর্ব পাকিস্তান ভবনে এক বিবৃতিতে তিনি বলেন, ব্যাপক অভ্যর্থনার মাধ্যমে পশ্চিম পাকিস্তানের জনসাধারণ তাহার প্রতি যে ভালবাসা ও স্নেহ দেখাইয়াছে তার জন্য তিনি কৃতজ্ঞ।

মওলানা ভাসানী প্রসঙ্গে
রাওয়ালপিণ্ডি হইতে লাহোরে পৌঁছার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন, তিনি অবশ্যই মওলানা ভাসানীর সহিত সাক্ষাৎ করিবেন। অন্যান্য নেতার সহিত মওলানা সাহেবকে রাওয়ালপিণ্ডি আসার অনুরোধ জানাইয়াছি। দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হইলে আবার মওলানা ভাসানীকে অনুরোধ জানাইব।
তিনি বলেন, গোলটেবিল বৈঠকে একটি প্রকাশ্য বৈঠক এবং ইহাতে কঠোর কোন আলোচ্যসূচীও নাই। কাজেই বৈঠকে যে যা চান তাহাই বলিতে পারেন। তাঁহারা কেন বৈঠকে যোগদান করিয়া জাতির নিকট মতামত প্রকাশ করিতে ভয় পাইতেছেন, উহা তিনি জানেন না।
এক প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন, একটি সাধারণ কর্মসূচী প্রণয়নের জন্য গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ এখনও চেষ্টা করিতেছেন, প্রত্যেকেরই সদিচ্ছা থাকায় এই কর্মসূচী প্রণয়ন সম্ভব হইবে বলিয়া তিনি আশা প্রকাশ করেন।

মওলনা মওদুদী
রাওয়ালপিণ্ডি ২৬শে ফেব্রুয়ারী (এপিপি)।— গোলটেবিল বৈঠকের বিরতির পর গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ উহার বাহিরের নেতৃবৃন্দকে বৈঠকে যোগদানের জন্য অনুরোধ জানাইবে কিনা, এই মর্মে এক প্রশ্নের জবাবে মওলানা মওদুদী বলেন, সরকারকে ডাক-বহির্ভূত নেতৃবৃন্দকে আমন্ত্রণ জ্ঞাপনের অনুরোধ জানাইয়া ডাক উহার কর্তব্য পালন করিয়াছে।
মওলানা মওদুদী আরও বলেন, আমরা ডাক-এর বহির্ভূত নেতৃবৃন্দকে বৈঠকে দেখিতে চাই। কিন্তু আমাদের প্রচেষ্টা হইলে সমগ্র জাতি তাহাদের অপেক্ষায় থাকিতে পারেন।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে পিপলস পার্টির চেয়ারম্যান জনাব জেড, এ ভুট্টোর মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হইলে মওলানা মওদুদী বলেন, ‘জামাতে ইসলামীর বিরুদ্ধে পিপলস পার্টি যে সব কাজ করিয়াছে, আপনারা কি চান যে সে সব কথা আমি প্রকাশ করি।’ জনাব ভুট্টো সাংবাদিক সম্মেলনে বলিয়াছেন যে, জামাতে ইসলামী তাহার এবং তাঁহার দলের বিরুদ্ধে অভিযান শুরু করিয়াছে, উহা তিনি বুঝিতে পারেন না।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯