৭ নভেম্বর, ১৯৭১: ‘বদর দিবস’
ইসলামী ছাত্র সংঘ ‘বদর দিবস’ উপলক্ষে বায়তুল মোকাররমে সমাবেশ এবং পরে মিছিলের আয়োজন করে। সমাবেশে ছাত্র সংঘ সভাপতি আলি আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন এই যুদ্ধ শুধু পাকিস্তানের মুসলমানদের যুদ্ধ নয় সারা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ। মুজাহিদ বলেন আজ সোমবার থেকে কোন লাইব্রেরীতে হিন্দু লেখক বা হিন্দু অনুগত মুসলমান লেখকের বই থাকতে পারবে না। তার দলের লোকেরা এই সকল বই দেখলে জ্বালিয়ে দিবে। ভারত এই দেশে ক্রমাগত শেলিং করে মানুষ হত্যা করে যাচ্ছে এবং তারা ইতিমধ্যে সীমান্তে তাদের ৩ বাহিনী মোতায়েন করে রেখেছে। তিনি এবং অপরাপর বক্তারা ভারতীয় সকল চক্রান্ত নস্যাৎ করার আহবান জানান। সমাবেত ছাত্ররা ক্রাশ ইন্ডিয়া স্লোগান ধারী প্ল্যাকার্ড বহন করে এবং শ্লোগান দেয়।