০৭ নভেম্বর, ১৯৭১: নুরুল আমিন
ডেমোক্রেটিক পার্টি প্রধান নুরুল আমিন শিয়ালকোটে এক জনসভায় বলেন বৈদেশিক হামলা হইতে স্বদেশ ভুমি রক্ষার এবং হানাদারদের পর্যুদস্ত করার জন্য পাকিস্তানের দুই অঞ্চল দুই বাহু রুপে কাজ করবে। তিনি ঘোষণা করেন পূর্ব পাকিস্তানের প্রতি ইঞ্চি ভুমি রক্ষার জন্য পূর্ব পাকিস্তানের দেশপ্রেমিকরাও নিজেদের শেষ রক্তবিন্ধু বিসর্জন দিতে প্রস্তুত আছে। তিনি আরও বলেন জাতীয় সংহতি ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী ঐক্যবদ্ধ রয়েছে।
পরে নুরুল আমিন লাহোর যান এবং সেখানে বরকত আলি ইসলামিয়া হলে এক সুধী সমাবেশে বক্তব্য দেন সেখানে তিনি বলেন ক্ষমতা এমনভাবে হস্তান্তর করতে হবে যাতে পূর্ব পাকিস্তানীদের মন হইতে অতীত সন্দেহ দূর যায়। তিনি বলেন ভারত তাহার সৈন্যবাহিনী দ্বারা পূর্ব পাকিস্তান ঘেরাও করে রেখেছে। ভারত তাহার সাম্প্রতিক প্রচারনা চালিয়ে বিদেশ হইতে অর্থনৈতিক ও সামরিক সাহায্য আনতে ব্যর্থ্য হবে।