পূর্ব-পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা সম্পূর্ণ অচল
আওয়ামী লীগ সদস্যদের উপর সরকারী কাজের দায়িত্ব অর্পণ
নয়াদিল্লী, ৯ মার্চ (ইউ-এন-আই) বিদ্রোহী পূর্ববাংলায় সামরিক শাসনের ভিতশুদ্ধ কেপে উঠেছেপাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা এখানে সম্পূর্ণতা অচল। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে টেলিফোন, ডাক-তার যােগাযােগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পূর্ব-পাকিস্তানের প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্যান্য বিচারপতিগণ নবনিযুক্ত জঙ্গী লাট লে. জে. টিক্কা খানের শপথ গ্রহণ করাতে অস্বীকৃতি জ্ঞাপন করেন।
প্রকৃতপক্ষে, শেখ মুজিবর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারী প্রশাসনিক ক্ষমতা দখল ও সংহত করার সংগ্রাম করে চলেছে।
শেখ মুজিবর ঘােষণা করেন যে, সামরিক আইন প্রত্যাহার করা হলে এবং তার নির্দেশ গ্রহণের জন্য সরকারী কর্মচারীদের প্রতি আদেশ দেওয়া হলেই আওয়ামী লীগ প্রস্তাবিত জাতীয় পরিষদের অধিবেশনে যােগদানের প্রশ্ন বিবেচনা করে দেখবে। এ পি’র খবর ঃ শেখ মুজিবর তাঁর দলের সদস্যদের উপর বিভিন্ন সরকারী কাজের দায়িত্ব অর্পণ করেছেন।
পূর্ব পাকিস্তান সরকারের সচিবরা জানিয়েছেন যে, সৈন্য বাহিনীর জোর-জবরদস্তি ছাড়া তারা অফিসে যােগ দেবেন না।
‘ঢাকা বেতার কেন্দ্র থেকে বলা হয় যে, শেখ মুজিবরের পরবর্তী নির্দেশ অনুসারে ডাক কর্তৃপক্ষ শুধু বাংলাদেশের মধ্যে চিঠিপত্র ও মনিঅর্ডার বিলি করতে পারবেন। এই নির্দেশ অনুসারে সকাল ৯ টা থেকে ১২-৩০ মি. পর্যন্ত ব্যাংকের কাজ চলবে। বিকাল ৩ টা পর্যন্ত ও ব্যাঙ্কের কাজ চলতে পারে। ব্যাঙ্কে টাকা জমা নেয়া হবে। কিন্তু স্টেট ব্যাঙ্ক সহ কোন ব্যাঙ্কই পূর্ব পাকিস্তানের বাইরে টাকা পাঠাতে পারবে না।
সামরিক শাসন উৎখাতের সগ্রামের ক্রমবর্ধমান অগ্রগতির মধ্যে গৃহযুদ্ধের ভয়াবহতার আশঙ্কা করে বিদেশী নাগরিকদের ঢাকা ত্যাগের হিড়িক পড়েছে।
গতকাল পশ্চিম জার্মানীর বােয়িং বিমান ৭০৭ যােগে ১২৮ জন জামান ইঞ্জিনিয়ার এবং তাদের পরিবারবর্গ ব্যাঙ্ককের পথে যাত্রা করেছে।
ব্রিটিশ নাগরিকদেরও আজ সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। ইতিমধ্যে ৯৮ জন চলে গেছে। জাপান সরকারও ঢাকায় অবস্থিত তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ায় জন্য বিমান পাঠানাের ব্যবস্থা করেছেন।
এদিকে রাজশাহীতে রাত ৯টা থেকে ভাের ৫টা পর্যন্ত কার্টু বলবৎ করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী তাজউদ্দিন আহম্মদ আইন অমান্য আন্দোলনের কর্মসূচী সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যাসহ এক এক বিবৃতি দিয়েছেন। তিনি বলেন সৈন্যবাহিনী ঢাকায় যে নারকীয় হত্যাকাণ্ড করেছে তার উপর সামরিক শাসকবর্গের তথ্যাবলি সম্পূর্ণ ভূয়া।
‘পাকিস্তান বেতারে প্রচারিত এক খবরে বলা হয়েছে যে জেনারেল ইয়াহিয়া খান বর্তমান পরিস্থিতি মােকাবিলার জন্য শীগগিরই ঢাকায় আসছেন। সে সম্পর্কে কিছু বলা হয়নি।
সূত্র: কালান্তর, ১১.৩.১৯৭১