সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ মুজিব
বৈঠকের শেষে শেখ মুজিবর সাংবাদিকদের বলেন যে আজকের আলােচনায় নতুন কোন আলােকপাত করা হয়নি। ইতিপূর্বে জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে তার যে আলােচনা হয়েছে, আজকের বৈঠকে জেনারেল ইয়াহিয়া খান সেই আলােচনার পূর্ণ বিবরণ শ্ৰী ভুট্টোর কাছে উপস্থিত করেন।
মীমাংসার জন্য নয়া ফরমূলা?
ঢাকা থেকে প্রাপ্ত এক সংবাদে জানা যায় যে সাংবিধানিক সংকট এড়াবার জন্য জেনারেল ইয়াহিয়া খান একটি ফরমূলার ভিত্তিতে শেখ মুজিবরের সঙ্গে আলােচনা করেন। এই ফরমূলার পূর্ব ও পশ্চিম পাকিস্তানে পৃথক পৃথক গণপরিষদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
এই ফরমূলা অনুসারে পাকিস্তানের উভয় অংশে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরিত করার কথাও উল্লেখ করা হয়েছে।
দেশ ভাগের সাত বছর আগে লাহােরে সারা ভারত মুসলীম লীগ যে প্রস্তাব গ্রহণ করে সেই প্রস্তাবের ভিত্তিতে উপরােক্ত ফরমূলা রচিত হয়েছে।
উপরােক্ত প্রস্তাবে বলা হয়েছে যে মুসলীম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল উত্তর পশ্চিম ও পূর্ব ভারতের রাজ্যগুলি স্বায়ত্ব শাসিত ও সার্বভৌম অঞ্চল বলে স্বীকৃত হবে।
সূত্র: কালান্তর, ২৩.৩.১৯৭১