You dont have javascript enabled! Please enable it! 1971.03.27 | বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য বীরত্বের সঙ্গে লড়ছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য বীরত্বের সঙ্গে লড়ছে
সারা বিশ্বের কাছে মুজিবরের বার্তা

কলকাতা, ২৬ মার্চ (ইউ এন আই) – বাংলা দেশের মানুষ তাদের স্বাধীনতার জন্য বীরত্বের সঙ্গে সংগ্রাম করে চলেছে।
পাকিস্তানী সশস্ত্র ফৌজ আজ জিমখানা ও রাজারবাগের কাছে ইস্ট পাকিস্তান রাইফেলস ঘাঁটির উপর আক্রমণ চালায়। এই আক্রমণের ফলে বিপুল সংখ্যক নিরস্ত্র জনতা নিহত হয়েছেন।
ঢাকায় ইস্ট পাকিস্তান রাইফেলস ও পুলিসের সঙ্গে জেনারেল ইয়াহিয়ার সশস্ত্র ফৌজের এক ভয়াবহ লড়াই শুরু হয়েছে। বাংলা দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রতিটি মানুষ আজ শৌর্যের সঙ্গে লড়াই করে চলেছে।
এক অজ্ঞাত বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবর রহমান সারা বিশ্বের উদ্দেশ্যে উপরােক্ত মর্মে এক বার্তা প্রেরণ করেন।
তিনি বলেন যে ‘বাংলা দেশের ‘প্রতিটি মানুষ বাংলার প্রতি প্রান্তে শত্রুর বিরুদ্ধে এক দুর্জয় প্রতিরােধ গড়ে তুলবে।
শত্রুর বিরুদ্ধে এই মুক্তি সংগ্রামে আল্লার আশীর্বাদ বর্ষিত হােক। ‘জয় বাংলা’

সূত্র: কালান্তর, ২৭.৩.১৯৭১