You dont have javascript enabled! Please enable it! 1971.03.25 | আজ সামরিক আইন প্রত্যাহার হতে পারে | কালান্তর - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগ মহলের সংবাদ
আজ সামরিক আইন প্রত্যাহার হতে পারে

ঢাকা, ২৪ মার্চ (এপি) – পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান আগামীকাল এক বেতার ভাষণে সামরিক আইন প্রত্যাহার করা এবং পূর্ব-পশ্চিমের ৪টি প্রদেশে অসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত গৃহীত চুক্তি ঘােষণা করবেন বলে আশা করা যায়। আজ আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল থেকে এ সংবাদ জানা গেছে।
নয়াদিল্লী থেকে আদ্দিস আবাবা বেতারের সংবাদ উদ্ধৃত করে ইউ এন আই জানাচ্ছে যে, আগামী ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানে অসামরিক সরকার গঠনের ঘােষণা হতে পারে। বেতারে বলা হয়, এ সংবাদ ঢাকার ওয়াকিবহাল সূত্র থেকে প্রাপ্ত এবং মুজিবর রহমান এত সম্মতি দিয়েছেন। উক্ত সূত্র বলে, “পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ও পশ্চিম পাকিস্তানের শাসন থেকে মুক্ত হওয়ার পথে এটি প্রথম পদক্ষেপ। নতুন ব্যবস্থা অনুযায়ী কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা ও পররাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকবে বলে জানা গেছে।
অসামরিক সরকার গঠনের ঘােষণার সংবাদ সরকারী সমর্থন পায়নি। তবে সাংবিধানিক আলােচনার অগ্রগতি সম্পর্কে পরস্পর বিরােধী সংবাদ সম্পর্কে আওয়ামী লীগ প্রধান মুজিবর রহমান বলেন, আমি জীবন বিসর্জন দেবাে, তবু বাংলাদেশের স্বার্থ বিসর্জন দেবাে না।
ঢাকার সংবাদে আরও জানানাে হয় যে, ইয়াহিয়ার এই সিদ্ধান্তের ফলে অন্তবর্তী জাতীয় সরকার গঠনের জন্য জুলফিকার আলি ভুট্টোর প্রচেষ্টা ব্যর্থ হলাে।
এ প্রসঙ্গে উল্লেখ্য যে, ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান খান ওয়ালী খান আজ এখানে ঘােষণা করেন যে, সমগ্র পশ্চিম পাকিস্তান সম্পর্কে পিপলস পার্টির চেয়ারম্যান ভুট্টোর মতামত প্রকাশের অধিকার নেই। কারণ পশ্চিম পাকিস্তানের অন্যতম প্রদেশ বেলুচিস্থানে ভুট্টো আসন পাননি।
স্মরণীয় যে একটি অন্তবর্তী কালীন জাতীয় সরকার গঠিত হলে মন্ত্রিসভায় ভুট্টোর দলের অন্তর্ভূক্তি হত এবং পশ্চিম পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে ভুট্টোর পিপলস পার্টির হাতেই পশ্চিম পাকিস্তানের ৪টি প্রদেশের উপর অসামরিক শাসন-ক্ষমতা ন্যস্ত হত।

সূত্র: কালান্তর, ২৫.৩.১৯৭১